Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জানুয়ারি ২০২৫

ইতিহাস ও কার্যাবলি

ভূমিকা :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বিশেষায়িত মন্ত্রণালয়। ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কি:মি: আয়তনের এ দেশে মোট বনভূমির পরিমাণ ২৩ লক্ষ হেক্টর, যা দেশের মোট আয়তনের ১৫.৫৮%। প্রায় স্বল্প আয়তনের ভূখণ্ডে অধিক জনসংখ্যার মৌলিক চাহিদা পূরণ, নগরায়ন, শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে উন্নত দেশের অভীষ্ট অর্জনের জন্য গৃহীত কর্মকাণ্ডের ফলে এ দেশে পরিবেশ ও প্রতিবেশের ওপর চাপ বাড়ছে। এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ায় পরিবেশ রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বদ্ধপরিকর। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে ১৮(ক) অনুচ্ছেদ সংযোজনের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উন্নয়নকে সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। তাই বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 

লক্ষ্য উদ্দেশ্য :

বিজ্ঞানভিত্তিক ও লাগসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের বর্তমান ও ভবিষ্যৎ জনগোষ্ঠীর বসবাস উপযোগী পরিবেশ নিশ্চিতকল্পে মোট বনভূমির পরিমাণ সম্প্রসারণ, বন ও বনজ সম্পদের উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সনাক্তকরণ, সামাজিক বনায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, পরিবেশ দূষণরোধ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং টেকসই পরিবেশ নিশ্চিতকরণ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

 

পরিচিতি :

বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৭৩ জারির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের সূচনা হয়।
 
এরই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর ১৯৮৭ সালে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিভাগ এবং বন বিভাগ নামে দুটি বিভাগ সৃষ্টি হয়। পরবর্তীতে বিগত ০৩ আগস্ট ১৯৮৯ সালে তৎকালীন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অধিদপ্তরকে পরিবেশ অধিদপ্তর নামকরণ করে বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর সমন্বয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় গঠন করা হয়।
 
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ২০১৮ সালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নামে এ মন্ত্রণালয় পুন:গঠন করা হয়।
 

কর্মপরিধি :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রুলস অব বিজনেস এর এলোকেশন অব বিজনেস অনুযায়ী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মপরিধি নিম্নরূপ:

  • পরিবেশ, বন, প্রতিবেশ এবং জলবায়ু পরিবর্তন
  • পরিবেশগত দূষণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়াদি
  • স্থলজ, সামুদ্রিক এবং জলাভূমি সম্পর্কিত বাস্তুতন্ত্রের (ইকোসিস্টেমের) পরিবেশগত সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা
  • জীব নিরাপত্তা সম্পর্কিত আগ্রাসী (ইনভেসিভ) এবং বিজাতীয়  প্রজাতিসমূহ জিএমও/এলএমওসহ
  • বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা এবং বনভূমির সুরক্ষা (সরকারি ও বেসরকারি)
  • বনায়ন ও বনের পুন: সৃজন এবং বনজ সম্পদ আহরণ
  • সামাজিক বনায়ন এবং রাবার, আগর, ঔষধি ও অন্যান্য বিপন্ন বনজ প্রজাতিসহ বৃক্ষরোপণ
  • উদ্ভিদ উদ্যান, উদ্ভিদ জরিপ এবং বন ও অন্যান্য কৌলি সম্পদের (জেনেটিক রিসোর্সেস) তালিকা (ইনভেন্টরি) প্রণয়ন
  • মন্ত্রণালয় সম্পর্কিত সকল পরিকল্পনা (স্কিম), প্রকল্প এবং কর্মসূচি প্রস্তুত ও সমন্বয়
  • মন্ত্রণালয়ের গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কিত সকল বিষয়াদি
  • অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ইকো-পার্ক, সাফারি পার্ক, বন্যপ্রাণী সংরক্ষণ এবং মেরিন প্রোটেক্টেড এরিয়া প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনা
  • উদ্ভিদ ও প্রাণী জীববৈচিত্র্য সম্পর্কিত বিষয়াবলি
  • বনজ সম্পদ বিপণন, অ-কাষ্ঠ বনজাত পণ্য এবং বাস্তুতন্ত্র পরিষেবা সংক্রান্ত বিষয়াবলি
  • বিসিএস (বন) ক্যাডারের প্রশাসনিক কার্যাবলী
  • মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও প্রতিষ্ঠানের প্রশাসন ও নিয়ন্ত্রণ
  • আন্তর্জাতিক সংস্থা ও বৈশ্বিক জলবায়ু তহবিলের সাথে যোগাযোগ এবং মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশন, প্রোটোকল ও চুক্তিসমূহ
  • বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড এবং সংশ্লিষ্ট অন্যান্য তহবিলের ব্যবস্থাপনা।
  • মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট সকল আইন
  • মন্ত্রণালয় সংশ্লিষ্ট তথ্য ও পরিসংখ্যান
  • আদালতে প্রদত্ত ফি ব্যতীত মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত যে কোন ফি