Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ নভেম্বর ২০২৪

পলিথিন বিরোধী অভিযানে জরিমানাসহ ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা

2024-11-07
প্রেস বিজ্ঞপ্তি:

পলিথিন বিরোধী অভিযানে জরিমানাসহ ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা

ঢাকা, ৭ নভেম্বর:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা মোতাবেক সমগ্র দেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আজ এলক্ষ্যে ১৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২১টি প্রতিষ্ঠানকে ৬৬,১০০/-(ছিষট্টি হাজার একশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ আনুমানিক ৪৮৪৫.২ কেজি পলিথিন জব্দ এবং ১(এক) টি পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়।

অপরদিকে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় করার দায়ে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে ঢাকা মহানগরের মালিবাগ কাঁচাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৪(চার) টি প্রতিষ্ঠানকে ২,৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণ বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শ্রদ্ধান্তে,
দীপংকর বর,
জনসংযোগ কর্মকর্তা,
হোয়াটসঅ্যাপ: ০১৭১০৯২৯৫৯৬