Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০২৫

অবৈধ ইটভাটা, পলিথিন, কালো ধোয়া, উন্মুক্ত নির্মাণ সামগ্রি রেখে বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত।


প্রকাশন তারিখ : 2025-01-08

অবৈধ ইটভাটা, পলিথিন, কালো ধোয়া, উন্মুক্ত নির্মাণ সামগ্রি রেখে বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত।


বায়ুদূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ০৮ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকা, শরীয়তপুর, রংপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুরে অভিযান পরিচালনা করে।

আজ ১৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৪টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আরও ৪টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অবৈধ পলিথিনের বিরুদ্ধে রংপুর, পিরোজপুর ও ঢাকার কারওয়ান বাজারে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৪টি মামলায় ৩
লক্ষ ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ১১ হাজার ২৬৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

ঢাকা মহানগরে যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৯টি যানবাহনের চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজন চালককে সতর্ক করা হয়।

ঢাকা মহানগরের পল্টন ও পশ্চিম আগারগাঁওয়ে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখায় ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজনকে সতর্ক করা হয়।

পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।

ধন্যবাদান্তে:,
দীপংকর বর,
জনসংযোগ কর্মকর্তা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
হোয়াটসঅ্যাপ: ০১৭১০৯২৯৫৯৬