প্রেস বিজ্ঞপ্তি:
পলিথিনের বিরুদ্ধে রাজধানীতে বিশেষ অভিযান: ১০০ টন পলিথিনসহ ৩টি কারখানা সিলগালা
ঢাকা, ১৬ জানুয়ারি:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার একটি দল রাজধানীর কামরাঙ্গীরচরে অভিযান চালায়। আজকের অভিযানে আনুমানিক ১০০ টন পলিথিনসহ নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী তিনটি কারখানা সিলগালা করা হয়। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ২ টন পলিথিন এবং মেশিন জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক মুহাম্মদ শওকাত আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ানুল ইসলাম এবং পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ
অভিযানে অংশগ্রহণ করেন।
এছাড়া ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে একই ধরনের অভিযান চালিয়ে ৯টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ২,০০৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে এ পর্যন্ত সারা দেশে ২৩৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে ৪৮০টি প্রতিষ্ঠান থেকে ৩২ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে ৭৫,৮০২ কেজি পলিথিন জব্দ এবং ৭টি কারখানা সিলগালা করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে বিশেষ এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী।
শ্রদ্ধান্তে,
দীপংকর বর,
জনসংযোগ কর্মকর্তা,
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
হোয়াটসঅ্যাপ: ০১৭১০৯২৯৫৯৬